November 11, 2022

মেধা থাকলেও লাভ নাই, যদি না পকেটে থাকে টাকা!
মেধা থাকলেও লাভ নাই, যদি না পকেটে থাকে টাকা! 

আপনাদের একটা ঘটনা বলি তাহলে আমার কথার সাথে আপনাদের চিন্তা ভাবনার মিল হবে।
গত বুধবার রাতে, রাস্তা দিয়ে কি যেন চিন্তা করতে করতে পায়ে হেটে বাসায় ফিরতেছিলাম। হঠাৎ আটকে গেলাম! মানে, কে যেন আমার পা আকড়ে ধরেছে? তাকিয়ে দেখি এক ভিক্ষুক। আমি তাকানোর সাথে সাথেই বলা শুরু করল:- স্যার কিছু টাকা ভিক্ষা দিন, খাবার কিনে খাব। আমি বললাম পা ধরছেন কেন, তাড়াতড়ি ছাড়েন না হলে পুলিশ ডাকব। ভিক্ষুক বলে:- তারপরও আপনার পা আমি ছাড়তে রাজি না। মনে মনে ভাবলাম, মহা বিপদে পড়লাম তো। তারপর ভিক্ষুককে বললাম, আমি আপনাকে ভিক্ষা দেওয়ার মত সামর্থ অর্জন করিনি। তারপর পা ছেড়ে দিল। 

 :::::::
ভিক্ষুকের মেধা ঠিকই আছে, কিন্তু পকেটে টাকা নাই। তাই বলে সে ভিক্ষা করে। অনেকের টাকা আছে কিন্তু ....................। দুইটাই পরস্পরের সাথে ওতপ্রোতভাবে জড়িত। বাস্তবে>>>আচ্ছা গভীরে না জাই। ধন্যবাদ।

 #ভিক্ষুক #motivation #motivation

August 26, 2022

জীবনে বেঁচে থাকার জন্য বেশি টাকার প্রয়োজন নেই!

অনেকেই বলে জীবনে বেঁচে থাকার জন্য বেশি টাকার প্রয়োজন নেই! অল্প কিছু টাকা হলেই ভাল ভাবে জীবন যাপন করা যায়। কিন্তু বাস্তবতা আর এই কথার মাঝে আমি কখনো মিল খুঁজে পাইনি। কারণটা খুঁজতে গিয়ে, আমি দেখেছি কত মানুষের টাকার অভাবে থাকার জায়গা নেই, দুবেলা খাওয়ার মত কোন ব্যবস্থা নেই, এই টাকার জন্য তাকে কতনা বকা শুনতে হয়েছে, কতনা অপমানিত হতে হয়েছে তার কোন শেষ নেই।

এমন অনেককেই দেখেছি টাকার জন্য তাদের প্রিয়জনদের চিকিৎসা পর্যন্ত করাতে পারে নি। করাতে পারিনি নিজের চিকিৎসা। টাকার জন্য মানুষের কাছে হাত পেতে ছিল কিন্তু তাদের পর্যাপ্ত পরিমাণ টাকা হয়নি; চিকিৎসাও ভালভাবে হলো না, তার আপনজন মারা গেল

অনেক যুবককে দেখেছি টাকার জন্য তার স্বপ্নের চাকরি টা পর্যন্ত পাইনি বিভিন্ন দ্বারে দ্বারে ঘুরে ঘুরেও তাঁর স্বপ্নের চাকরি দরজায় পৌঁছাতে পারল না আজও। অনেক মানুষের জীবনের বাধা হয়ে দাঁড়িয়েছে তাদের বিবাহ জীবন সম্পূর্ণ করার জন্য।

আবার টাকার জোরে যে সবকিছু হয় তা কিন্তু না। টাকা মানুষকে সম্মান এনে দিতে পারে ঠিকই, কিন্তু সেই সম্মান কেড়েও নিতে পারে। জীবনের সম্মান অর্জন করার জন্য টাকার প্রয়োজন আছে ঠিকই; আবার টিকিয়ে রাখতেও টাকার প্রয়োজন আছে। তবে টাকার দিকে নজর দিতে গিয়ে যদি নিজের চরিত্রের কথা ভুলে যায় সে ক্ষেত্রে খারাপ হওয়াটাই স্বাভাবিক।

August 12, 2020

How to overcome negative thoughts in mind

You have wrong thoughts in your mind. After reading this article, I hope that you would be able to learn how to overcome from negative thoughts in mind. So please read this article using your full attention.

How-to-overcome-negative-thoughts-in-mind


We often start comparing a person from a distance. I would say it's not right at all. Because the way we think about others is like he is younger than me, he is shorter than me, he is longer than me, he is idle than me, he is slower than me, he is faster than me etc. That's not right. Other people may be better or worse than you. But you don't understand him well and start comparing him. For this reason, negative thoughts come in mind. It’s not right for you. Because all over the world has different types of people. They may be smaller or bigger than you, but try to learn from them, not compare. If you can remember these things, you must be good, you can do something good.


If you like the article, please like, share and comment. If you want to get more article as this same article then please subscribe my newsletter.

June 03, 2020

On earth we are all completely different from each other
Best Motivational Speech:

Congenitally or hereditarily, we blame ourselves in many ways. As we say, why was born in a poor house ?, I can not do anything in life! Why wasn't Bill Gates born into the family? Why not Mark Zuckerberg's family? Why am I not the son of a millionaire? Why don't I have a house or a car? By thinking these things, we weaken ourselves. "How to be successful!" To get out of this thought and succeed, I am sharing a story with you: -


Motivational Speech in English Life Changing Story

<


One was a crow. He was not satisfied with her life. He used to compare himself with everyone. One day I saw a cuckoo and thought to myself that the cuckoo is black like me but people love him for his beautiful voice. Seeing this, the crow came to the creator and said, "Why did you give me such a voice?" Which is unpleasant to people. When he saw me, he drove me away. But how much the cuckoo gets caressed! Then the creator said, you want to live as a cuckoo. The crow said, yes I want to live as a cuckoo. Then the creator made him a cuckoo. Before long, a hunter was busy trying to catch him. Fearing this, he flew away. As he flew, he saw people feeding the chickens and building houses for them. Seeing this, the crow went back to the creator. He went and said to the creator, why didn't you give me the life of a chicken. How beautiful their life is, people care for them, hunters do not come to catch them. So I decided that what I really needed to do was learn how to do it right. The Creator gave the crow the life of a chicken. Then life as a crow's chicken was going well. But he was sad to see the pigeons, because the pigeons can fly but they can't fly. One day while walking, he noticed that a man had caught and slaughtered one of his chickens. Seeing this, the crow went back to the creator, saying I don't want to live as a chicken. The Creator said to the crow, What do you want to live as? The crow said, I want to live as a pigeon. The Creator gave the crow the life of a dove. The crow is very happy with the life of the pigeon. But this happiness did not last long. Because the crow noticed one day that the pigeons were not left out of the human diet. Fearing that, the crow came to the creator again and said I don't want to live as a pigeon. The Creator said to the crow, What do you want to live as? I gave you life according to your will, but you could not live. Try to be content with your own life by omitting so much. I am telling you something to alleviate the pain you are feeling in your life. Try to listen to my words with your mind: --- The creator asked the crow, have you heard the name of chicken biryani? The crow said, yes I heard. The creator asked the crow again, "Have you heard the name of the rooster polao?" The crow said yes I heard. The creator asked the crow last, have you ever heard of crow polao or cro biryani? The crow replied, "No, I have never heard such a name." The Creator said to the crow: - Then where is your sorrow? No one is catching you, not beating you, not cutting you, not eating you. You are an independent bird. Then why is there so much sorrow or so much trouble with your life. Go and enjoy, rejoice, enjoy your independent life. You can go wherever you want, no one is eating you. The crow realized his mistake and went back to peace. I hope you understand from this story that you are not like everyone else. You are a different person from everyone else. Then what is so sad about your life! Don't be so sad, go and enjoy and enjoy this world. And always remember, you are different from everyone else. And with that in mind, you can succeed in life. Otherwise you have to accept failure.




May 27, 2020

পৃথিবীতে আমরা সবাই একে অন্যের থেকে সম্পূর্ণ আলাদা
Bengali Motivational Story: জন্মগতভাবে বা বংশগতভাবে, আমরা নীজেকে বিভিন্ন ভাবে দোষারোপ করে থাকি। যেমন আমরা বলি, গরীবের ঘরে কেন জন্ম হয়েছে?, আমি তো জীবনে কিছুই করতে পারব না! কেন বিল গেটস এর পরিবারে জন্ম হলো না? কেন মার্ক জাকারবার্গ এর পরিবারে জন্ম হলো না? আমি কেন কোটি পতির ছেলে হলাম না? কেন আমার কাছে বাড়ি-গাড়ি নেই? এসব চিন্তা করে আমরা নিজেরাই নিজেদেরকে দুর্বল করে ফেলি। “সফল কিভাবে হবো!” এই চিন্তা থেকে বের হয়ে সফল হওয়ার জন্য আমি আপনাদের সাথে একটি গল্প শেয়ার করছি:- 
Motivational Story Bangla life changing story

এক ছিল কাক। সে তার জীবন নিয়ে সন্তুষ্ট ছিল না। সে সবার সাথে নিজের তুলনা করত। একদিন এক কোকিলকে দেখে মনে মনে ভাবল যে, কোকিল আমার মতই কালো অথচ তার এত সুন্দর কন্ঠের জন্য মানুষ তাকে খুব ভালোবাসে। এরূপ ঘটনা দেখে তখন কাকটি সৃষ্টিকর্তার কাছে এসে বলল, তুমি আমাকে এরকম কন্ঠ কেন দিয়েছ? যা মানুষের অপ্রিয়। আমাকে দেখলেই দূর দূর করে তাড়িয়ে দেয়। অথচ কোকিল কত আদর পায়! তখন সৃষ্টিকর্তা বলল, তুমি কোকিল হিসেবে বাঁচতে চাও। কাক বলল, হ্যা আমি কোকিল হিসেবে বাঁচতে চাই। এরপর সৃষ্টিকর্তা তাকে কোকিল বানিয়ে দিল। কিছুদিন এভাবে যেতে না যেতেই, এক শিকারি তাকে ধরার জন্য ব্যস্ত হয়ে গেছে। এই ভয়ে সে উড়ে পালাল। উড়তে উড়তে দেখল, মুরগি গুলাকে মানুষ খাবার দিচ্ছে, আবার তাদের থাকার জন্য ঘর বানিয়ে দিচ্ছে। এই দেখে কাক আবার চলে গেল সৃষ্টিকর্তার কাছে। গিয়ে সৃষ্টিকর্তাকে বলল, তুমি আমাকে মুরগি এর জীবন কেন দিলে না। ওদের জীবন কত সুন্দর, মানুষের আদর যত্ন পায়, শিকারিরা ধরতে আসে না। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমি মুরগি হয়ে বাঁচতে চাই। সৃষ্টিকর্তা কাককে মুরগির জীবন দিল। তারপর কাকের মুরগি হিসেবে জীবন যাপন ভালোই যাচ্ছিল। কিন্তু পায়রাকে দেখে দুঃখ পেল, কারণ পায়রা উড়তে পারে অথচ ও উড়তে পারে না। এই ভেবে সে হাঁটতে হাঁটতে হঠাৎ একদিন লক্ষ্য করল যে, একজন মানুষ তাদের দলের কোনো একটা মুরগিকে ধরে জবাই করে ফেলেছে। এই ঘটনা দেখে কাক আবার চলে গেল সৃষ্টিকর্তার কাছে, বলল আমি মুরগি হিসেবে বাঁচতে চাই না। সৃষ্টিকর্তা কাককে বলল, তুমি কি হিসেবে বাঁচতে চাও? কাক বলল, আমি পায়রা হিসেবে বাঁচতে চাই। সৃষ্টিকর্তা কাককে পায়রা এর জীবন দিল। কাক তো পায়রা এর জীবন নিয়ে মহা খুশি। কিন্তু এ সুখ বেশি দিন স্থায়ী হল না। কারণ কাক একদিন লক্ষ্য করল যে, মানুষের খাওয়ার দৃষ্টি থেকে পায়রাও বাদ যায় নাই। সেই ভয়ে কাক আবার সৃষ্টিকর্তার কাছে এসে বলল আমি পায়রা হিসেবে বাঁচতে চাই না। সৃষ্টিকর্তা কাককে বলল, তুমি কি হিসেবে বাঁচতে চাও? তোমাকে তো তোমার ইচ্ছে অনুযায়ী জীবন দিলাম অথচ তুমি জীবন-যাপন করতে পারলে না। এত কিছু বাদ দিয়ে তুমি তোমার নিজের জীবন নিয়ে সন্তুষ্ট থাকতে চেষ্টা করো। তুমি তোমার জীবন নিয়ে যে কষ্ট অনুভব করতেছ, সেই কষ্ট দুর করার জন্য আমি তোমাকে কিছু কথা বলতেছি। মন দিয়ে আমার কথাগুলো শোনার চেষ্টা কর:---
সৃষ্টিকর্তা কাককে জিজ্ঞাস করল, তুমি চিকেন বিরিয়ানি এর নাম শুনেছ? কাক বলল, হ্যা আমি শুনেছি। সৃষ্টিকর্তা কাককে আবার জিজ্ঞাস করল, তুমি মোরগ পোলাও এর নাম শুনেছ। কাক বলল হ্যা আমি শুনেছি। সৃষ্টিকর্তা কাককে সর্বশেষ জিজ্ঞাস করল, তুমি কখনও কাক পোলাও অথবা ক্রো বিরিয়ানি এর নাম শুনেছ? উত্তরে কাক বলল, না তো, এইরকম নাম আমি কখনই শুনি নাই।

সৃষ্টিকর্তা কাককে বলল:-
তাহলে তোমার দুঃখ কোথায়? তোমাকে তো কেউ ধরতেছে না, মারতেছেও না, কাটতেছেও না, খাচ্ছেও না। তুমি তো সবার থেকে স্বাধীন একটি পাখি। তাহলে তোমার জীবন নিয়ে এতো দুঃখ অথবা এতো কষ্ট কিসের। যাও গিয়ে আনন্দ করো, ফুর্তি করো, উপভোগ করো তোমার স্বাধীন জীবনটি। যেখানে খুশি সেখানে যেতে পারো, তোমাকে তো কেউ ধরে খাচ্ছে না। কাক নিজের ভুল বুঝতে পেরে শান্তি মনে ফিরে গেল।

এই গল্পটি থেকে আশা করি আপনি কিছুটা হলেও বুঝতে পেরেছেন যে, আপনি অন্য সবার মত না। সব ব্যক্তির থেকে আপনি একজন আলাদা ব্যক্তি। তাহলে নিজের জীবন নিয়ে এতো দুঃখ কিসের! এতো দুঃখ না করে, যান গিয়ে আনন্দ করেন এবং উপভোগ করুন এই পৃথিবীকে। আর সব সময় মনে রাখবেন, আপনি সবার থেকে আলাদা। আর এই কথাটা মনে রাখলে আপনি জীবনে সফল হতে পারবেন। অন্যথায় ব্যর্থতাকে সিকার করে নিতে হবে।