August 26, 2022

জীবনে বেঁচে থাকার জন্য বেশি টাকার প্রয়োজন নেই!


অনেকেই বলে জীবনে বেঁচে থাকার জন্য বেশি টাকার প্রয়োজন নেই! অল্প কিছু টাকা হলেই ভাল ভাবে জীবন যাপন করা যায়। কিন্তু বাস্তবতা আর এই কথার মাঝে আমি কখনো মিল খুঁজে পাইনি। কারণটা খুঁজতে গিয়ে, আমি দেখেছি কত মানুষের টাকার অভাবে থাকার জায়গা নেই, দুবেলা খাওয়ার মত কোন ব্যবস্থা নেই, এই টাকার জন্য তাকে কতনা বকা শুনতে হয়েছে, কতনা অপমানিত হতে হয়েছে তার কোন শেষ নেই।

এমন অনেককেই দেখেছি টাকার জন্য তাদের প্রিয়জনদের চিকিৎসা পর্যন্ত করাতে পারে নি। করাতে পারিনি নিজের চিকিৎসা। টাকার জন্য মানুষের কাছে হাত পেতে ছিল কিন্তু তাদের পর্যাপ্ত পরিমাণ টাকা হয়নি; চিকিৎসাও ভালভাবে হলো না, তার আপনজন মারা গেল

অনেক যুবককে দেখেছি টাকার জন্য তার স্বপ্নের চাকরি টা পর্যন্ত পাইনি বিভিন্ন দ্বারে দ্বারে ঘুরে ঘুরেও তাঁর স্বপ্নের চাকরি দরজায় পৌঁছাতে পারল না আজও। অনেক মানুষের জীবনের বাধা হয়ে দাঁড়িয়েছে তাদের বিবাহ জীবন সম্পূর্ণ করার জন্য।

আবার টাকার জোরে যে সবকিছু হয় তা কিন্তু না। টাকা মানুষকে সম্মান এনে দিতে পারে ঠিকই, কিন্তু সেই সম্মান কেড়েও নিতে পারে। জীবনের সম্মান অর্জন করার জন্য টাকার প্রয়োজন আছে ঠিকই; আবার টিকিয়ে রাখতেও টাকার প্রয়োজন আছে। তবে টাকার দিকে নজর দিতে গিয়ে যদি নিজের চরিত্রের কথা ভুলে যায় সে ক্ষেত্রে খারাপ হওয়াটাই স্বাভাবিক।

Previous Post
Next Post

post written by:

0 comments:

Thanks for your comments