১) সম্মান করতে শিখুন, ভালো ব্যবহার করুন। নিজেকে বাঁচিয়ে রাখার মত নতুন নতুন পরিবার পাবেন। যেগুলো আপনার রক্তের নয়।
২) কেউ আপনার সাথে পিরিত করতে আসবে না। যদি তাকে লাভবান করে দিতে পারেন, সেও আপনাকে লাভবান করে দেবে।
৩) কিছু মানুষ আপনাকে বাঁশ দিয়ে চলে যাবে, তাকে উল্টো বাঁশ না দিলে। অন্যদেরকেও বাঁশ দিতে থাকবে। পৃথিবীতে অরাজকতা হবে। আইনের সহায়তা নিতে পারেন।
৪) অল্পতেই পাওয়া ফসল বা কর্মফল, কখনও ভালো হয় না।
৫) কিছু মানুষ আপনাকে কখনও মূল্য দিবে না, এই মানুষগুলো আপনার জীবনে কখনো কাজে আসবে না। তাই তাদের থেকে দূরে থাকুন।
৬) নেশা থেকে দূরে থাকুন, বাস্তব জীবন অনেক সুন্দর।
৭) অর্থ উপার্জন করতে শিখুন, নিজেকে নিজেই তৈরি করুন।
৮) যারা কোনো কিছু নিয়ে অহংকার করে, তাদের থেকে দূরে থাকুন।
৯) সব মানুষকে বা তার জীবনকে নিয়ে হাঁসি ঠাট্টা করতে হয় না। কারণ সবার জীবন আপনার মত সহজ না। তার জীবন তার অনেক কষ্টের ফসল।
১০) সময়কে গুরুত্ব দেওয়া উচিৎ। প্রাকৃতিক নিয়ম অনুসরণ করা উচিৎ।
১১) সবাই একদিন না একদিন সফল হয়। তাকে খারাপ কথা/গালাগালি করে অপমানিত করা উচিৎ নয়।
১২) যে আপনাকে বোঝে না। তাকে বোঝানোর জন্য সময় ব্যয় না করাটাই উত্তম।
১৩) যেটা আপনি নিজে পারেন, সেটা নিজেই করে ফেলুন। আত্মবিশ্বাস চলে আসবে।
১৪) যারা আপনাকে নিংড়ে খায়, তাদের থেকে দূরে থাকুন। অন্যথা বিশাল ক্ষতি হয়ে যাবে।
১৫) জীবনের সব কথা সবাইকে বলতে হয় না।
১৬) যে অন্যের ক্ষতি করে আপনাকে লাভবান করে, তার থেকে দূরে থাকুন। কারণ একদিন সেও আপনাকে ক্ষতি করবে।
১৭) আবেগ দিয়ে কিছু হয় না।
১৮) কিছু পাওয়ার জন্য অনেক সময় অনেক কিছু ত্যাগ (sacrifices) করতে হয়।
ভালো লাগলে শেয়ার দিয়ে টাইমলাইনে রেখে দিতে পারেন। অনেক সময় নিয়ে লিখেছি। কপি করবেন না। কারণ এই লেখাটি আরো অনেক যায়গায় থাকবে।
#শিক্ষা #জ্ঞান #অর্জন
0 comments:
Thanks for your comments