September 02, 2020

ডাটাবেজ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর

আমি আপনাদের জন্য ডাটাবেজ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর এইখানে তুলে ধরছি। সম্পুর্ণ লেখাটি মনোযোগ সহকারে পড়ুন তাহলে database সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর জানতে পারবেন। যা সকল পরীক্ষার্থীদের জন্য এবং চাকরির ভাইভা বোর্ডের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর।


Database bangla blog all interview questions and answers





ডাটাবেজ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর নিম্নে তুলে ধরা হয়েছে।


প্রশ্ন-১: Database কি?
উত্তর: Data হলো উপাত্ত আর Base হলো সমাবেশ। তাহলে বলা যায়, এক বা একাধিক উপাত্তের সমাবেশকে ডাটাবেজ বলে ।


প্রশ্ন-২: ডাটাবেজ বলতে কি বোঝায়?
উত্তর: ডাটা(উপাত্ত) শব্দটি ল্যাটিন শব্দ ডাটাম(Datum) থেকে এসেছে। Datum শব্দের অর্থ হচ্ছে তথ্যের উপাদান। আর Base শব্দের অর্থ হচ্ছে সমাবেশ বা ভিত্তি। অর্থাৎ, ডাটাবেজ হলো এক ধরনের মেমোরি, যেখানে তথ্য সংগ্রহ করে প্রয়োজন অনুযায়ী তথ্য সংরক্ষণ বা মুছে ফেলা যায়। সর্বশেষে আমরা বলতে পারি, ডাটাবেজ হলো তথ্য ভান্ডার।


প্রশ্ন-৩: Corporate ডাটাবেজ কী?
উত্তর: কোন নির্দিষ্ট প্রতিষ্ঠান বা বিখ্যাত প্রতিষ্ঠান যে বিশেষ পদ্ধতিতে তথ্য সংগ্রহ, পর্যালোচনা, বিশ্লেষণ ও উপস্থাপন করে তাকে কর্পোরেট ডাটাবেজ বলে।


প্রশ্ন-৪: ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম বলতে কী বুঝায়?
উত্তর: প্রতিটি সাধারণ ঘটনাকে তথ্য বা ডাটা বলে। ডাটা শব্দের বহুবচন হলো ডাটাম। একটি ডাটাবেজ হলো কোন কম্পিউটার সিস্টেমে সঞ্চিত উপাত্ত বা রেকর্ডসমূহের একটি কাঠামোবদ্ধ সংগ্রহ।


প্রশ্ন-৫: DBMS এর পূর্ণরূপ কী?
উত্তর: DBMS এর পূর্ণরূপ Database Management System


প্রশ্ন-৬: DBMS বলতে কী বোঝ?
উত্তর: DBMS হলো সফটওয়্যার নিয়ন্ত্রিত একটি ব্যবস্থা যার মাধ্যমে ডাটাবেজ পরিচালনা, তথ্যের স্থান সংকুলান, নিরাপত্তা, ডাটা টাইপ, তথ্য সংগ্রহের অনুমতি ইত্যাদি নির্ধারন করা হয়।


প্রশ্ন-৭: ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম প্রোগ্রাম এর নাম লেখ?
উত্তর: ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম প্রোগ্রাম হলো- MongoDB, PosgreSQL, MariaDB, SAPHANA, Microsoft Access, MySQL, SQlite, Microsoft SQL Server, Oracle, Sybas, dBASE, FoxProo, IBM DB2 ইত্যাদি।


প্রশ্ন-৮: ডাটাবেজ সিস্টেম কেন ব্যবহার করা হয়?
উত্তর: অনেক জনবল বিশিষ্ট ব্যবসা প্রতিষ্ঠান, শিল্প-কারখানা, ব্যাংক-বিমা এবং আর্থিক প্রতিষ্ঠানের কর্মচারীদের কাজের হিসাব এবং বেতনের হিসাবের তথ্য সংরক্ষণ করে রাখার জন্য ডাটাবেজ সিস্টেম ব্যবহার করা হয়।


প্রশ্ন-৯: ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম এর ডেভেলপমেন্ট কে করে এবং কোন সাইট থেকে কাজ করে?
উত্তর: ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম এর ডেভেলপমেন্ট Administrator করে থাকে। Administrator back-end সাইট থেকে কাজ করে থাকে।


প্রশ্ন-১০: DML এর পূর্ণরূপ কী?
উত্তর: DML এর পূর্ণরূপ Data Manipulation Language


প্রশ্ন-১১: DML কাকে বলা হয়?
উত্তর: ডেটাবেজ সকল তথ্য পরিচালনা ও নিয়ন্ত্রনের জন্য যে ভাষা ব্যবহার করা হয় তাকে ডেটা ম্যানিপুলেশন ল্যাংগুয়েজ বা DML বলা হয়।


প্রশ্ন-১২: DML এর সাহায্যে কি কি করা সম্ভব?
উত্তর: DML এর সাহায্যে ডাটাবেজ থেকে কোন ডাটা রিট্রিভ অথবা ডাটাবেজ নতুন কোন ডেটা অন্তর্ভুক্ত করা, ডাটা মুচে ফেলা অথবা Modify ইত্যাদি করা সম্ভব।


প্রশ্ন-১৩: DML বা ডাটা মেনিপুলেশন ল্যাঙ্গুয়েজ কমান্ডগুলো কি কি?
উত্তর: ডেটা মেনিপুলেশন ল্যাগুয়েজ কমান্ডগুলো হলো-INSERT, DELETE, UPDATE, OPEN, CLOSE, FIND, MODIFY, INDEX, STORE


প্রশ্ন-১৪: ডাটা টাইপ কাকে বলে?
উত্তর: ডাটাবেজ তৈরি বা পরিবর্তনের সময় ডাটাবেজের ফিল্ডের টাইপ বা ফিল্ডে সংরক্ষিত ডাটার প্রকৃতি নির্ধারন করতে যা লাগে তাকে ডাটা টাইপ বলে।


প্রশ্ন-১৫: ডাটাবেজ এর ডাটা গুলো কোথায় কিভাবে সংরক্ষিত থাকে?
উত্তর: Server Computer অথবা Computer এর Drive এ টেবিল আকারে সংরক্ষিত থাকে।


প্রশ্ন-১৬: ডাটা কুয়েরি ল্যাঙ্গুয়েজ কাকে বলে?
উত্তর: ডাটাবেজ ব্যবস্থাপনা বিদ্যমান প্রোগ্রামে নির্দিষ্ট ডাটা আনয়ন অনুসন্ধান ও সম্পাদনার জন্য যে ভাষা ব্যবহার করা হয় তাকে ডাটা কুয়েরি ল্যাঙ্গুয়েজ বলে।


প্রশ্ন-১৭: ডাটা কুয়েরি ল্যাঙ্গুয়েজ ব্যবহার করার কারণ লেখ?
উত্তর: বিদ্যমান ডাটাবেজ থেকে কোন ডাটা বা তথ্যটি আনয়ন করতে হবে এবং কী ধরনের সম্পাদনের কাজ করতে হবে, তার জন্য কুয়েরি ভাষা ব্যবহার করা হয়।


প্রশ্ন-১৮: SQL এর পূর্ণরূপ কি?
উত্তর: SQL এর পূর্ণরূপ হলো Structured Query Language


প্রশ্ন-১৯: SQL এর অংশ কয়টি?
উত্তর: SQL এর অংশ তিনটি


প্রশ্ন-২০: SQL এর অংশগুলো কী কী?
উত্তর: SQL এর মূল অংশ তিনটি। যথা- Select, Drom & Where


প্রশ্ন-২১: QUEL কাকে বলে?
উত্তর: কতগুলো স্টেটমেন্টের সমস্টিকে QUEL বলা হয়।


প্রশ্ন-২২: QUEL এ কী কী স্টেটমেন্টে ব্যবহার করা হয়?
উত্তর: QUEL এ যে সকল স্টেটম‌েন্ট ব্যবহার করা হয় তা হলো Create, Range, Index, Modify ইত্যাদি।


প্রশ্ন-২৩: QBE বলতে কি বুঝ?
উত্তর: যে পদ্ধতিতে একটি Example এর মধ্যে ব্যবহারকারী কী করতে চায় তা বর্ণনা করা হয় এবং এই Example অনুসারে অন্যান্য কুয়েরি করা হয় তাকে QBE বলে।


প্রশ্ন-২৪: QBE কীসের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে?
উত্তর: QBE ডোমেইন রিলেশনাল ক্যালকুলাসের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে।


প্রশ্ন-২৫: রিলেশনাল ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম বলতে কি বোঝায়?
উত্তর: ডেটাবেজ উপাত্তসমূহকে বিভিন্ন সারিতে সংগঠিত করা হয় অর্থাৎ ফাইল গুলোকে শুধুমাত্র রেকর্ডেও তালিকা সারি ও কলাম বিশিষ্ট টেবিলে বিবেচনা করা হয়। এ ধরনের ডেটাবেজকে রিলেশনাল ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম বলে।


প্রশ্ন-২৬: Microsoft Access কী?
উত্তর: Microsoft কর্পোরেশনের একটি শক্তিশালী রিলেশনাল ডাটাবেজ প্রোগ্রাম হলো Microsoft Access


প্রশ্ন-২৭: Text ফিল্ডে কি কি ব্যবহার করা যায়?
উত্তর: Text ডাটা টাইপ বিশিষ্ট ফিল্ডে অক্ষর সংখ্যা, চিহ্ন ইত্যাদি ব্যবহার করা যায়।


প্রশ্ন-২৮: কুয়েরি কাকে বলে?
উত্তরঃ ডাটাবেজে এক বা একাদিক টেবিলে সংরক্ষিত বিপুল পরিমান ডাটা থেকে প্রয়োজনীয় যেকোন সংখ্যক ডেটাকে দ্রুত বা খুব সহজে খুঁজে বের করা , প্রদর্শন করা বা ছাপানোর কার্যকরী পদ্ধতিকে কুয়েরি বলে।


প্রশ্ন-২৯: Select Query কাকে বলে?
উত্তর: ডাটাবেজে এক বা একাদিক ডাটা টেবিল থেকে ফিল্ডসমূহ বেছে নিয়ে যে কুয়েরি তৈরি করা হয় তাকে Select Query বলে।


প্রশ্ন-৩০: Action Query কাকে বলে?
উত্তর: টেবিলের ডেটা পরিবর্তন বা সরানোর জন্য একটি মাত্র অপারেশন পরিচালনার জন্য যে কুয়েরি তৈরি করা হয় তাকে Action Query বলে।


প্রশ্ন-৩১: Action Query কত প্রকার?
উত্তর: Action Query চার প্রকার।


প্রশ্ন-৩২: Make Table Query কী?
উত্তর: কুয়েরি করা ডাটাকে অন্য কোন টেবিলে সংরক্ষন করার জন্য যে কুয়েরি ব্যবহার করা হয় তাকেই Make Table Query বলে।


প্রশ্ন-৩৩: Append Query কী?
উত্তর: ডেটাবেজ টেবিলে এক বা একাধিক রেকর্ড সংযোজনের জন্য যে কুয়েরি ব্যবহার করা হয় তাকেই Append Query বলে।


প্রশ্ন-৩৪: SQL Query বলতে কি বুঝ?
উত্তর: ডাটাবেজের এক বা একাধিক টেবিলের মধ্যে কোন নির্দিষ্ট ডেটা খুজে বের করা, প্রদর্শন করা, প্রিন্ট করা, শর্ত সাপেক্ষে যে কোন কাজ করার জন্য SQL এর DDL এবং DML ইত্যাদি ভাষা ব্যবহার করে যে কুয়েরি করা হয় তাকে SQL Query বলে।


প্রশ্ন-৩৫: Shorting কী?
উত্তরঃ Shorting হলো সাজানো।


প্রশ্ন-৩৬: ইনডেক্সিং কী? কেন ব্যবহার করা হয়?
উত্তর: সুবিন্যস্তভাবে সঠিক নিয়মে তথ্য সমূহের সূচি তৈরিকে ইনডেক্সিং বলে। সঠিক তথ্যকে দ্রুত খুঁজে বের করতে ইনডেক্সিং ব্যবহার করা হয়।


প্রশ্ন-৩৭: ডাটাবেজ এর ক্ষেত্রে Indexing কী?
উত্তর: ডাটাবেজ টেবিলের ডাটাকে উর্ধ্বক্রম বা নিম্নক্রম অনুসারে সাজানোকে ডাটাবেজের Indexing বলে।


প্রশ্ন-৩৮: ডাটাবেজ রিলেশন সম্পর্কে কী বুঝ?
উত্তর: একটি ডাটা টেবিলের ডাটার সাথে অন্য এক বা একাধিক ডাটা টেবিলের ডাটার সম্পর্ককে ডাটাবেজের রিলেশন বলে।


প্রশ্ন-৩৯: ডাটাবেজ রিলেশন কয় প্রকার?
উত্তর: ডাটাবেজ রিলেশন চার প্রকার।


প্রশ্ন-৪০: One to One রিলেশন বলতে কী বোঝায়?
উত্তর: যদি দুটি টেবিলের মধ্যে এমনভাবে রিলেশন স্থাপন করা হয় যে , কোন ডাটা টেবিলের একটি রেকর্ডের সাথে অন্য টেবিলের একটি রেকর্ডের সাথে যে সম্পর্ক করা হয় তাকে One to One রিলেশন বলে।


প্রশ্ন-৪১: One to Many রিলেশন কাকে বলে?
উত্তর: যদি কোন ডাটাবেজের মধ্যে কোন ডাটা টেবিলের একটি রেকর্ডের সাথে অপর কোন ডাটা টেবিলের একাধিক রেকর্ডের সাথে যে সম্পর্ক করা হয় তাকে One to Many রিলেশন বলে।


প্রশ্ন-৪২: Many to Many রিলেশন কাকে বলে?
উত্তরঃ যদি কোন ডাটাবেজের মধ্যে একাধিক ডাটা টেবিলের একাধিক রেকর্ডের সাথে অপর ডাটা টেবিলের একাদিক রেকর্ডের মধ্যে যে সম্পর্ক করা হয় তাকে Many to Many রিলেশন বলে।


প্রশ্ন-৪৩: ক্রিপ্টোগ্রাপি কাকে বলে?
উত্তর: ডাটাকে এনক্রিপ্টশন ও ডিক্রিপ্টশন করার প্রক্রিয়াকে ক্রিপ্টোগ্রাপি বলে।


প্রশ্ন-৪৪: Data Security কী?
উত্তর: অনাকাঙ্খিত ব্যক্তি বা প্রতিষ্ঠানের হাত থেকে ডাটাকে নিরাপদ রাখার পদ্ধতিকে বলা হয় Data Security.


প্রশ্ন-৪৫: ডাটা এনক্রিপ্টশন বলতে কী বোঝায়?
উত্তর: অনুমোদিত ব্যক্তি বা প্রতিষ্ঠানের ব্যবহার থেকে ডাটাকে নিরাপদ রাখাই হচ্ছে ডাটা এনক্রিপ্টশন।


আশা করি লেখাটি আপনার খুব ভালো লেগেছে। দয়া করে আপনার বন্ধুদের সাথে লেখাটি শেয়ার করুন। তাহলে তারাও আপনার শেয়ার করা থেকে উপকৃত হবে। আর আমার জন্য আশির্বাদ করবেন।

Previous Post
Next Post

post written by:

0 comments:

Thanks for your comments